গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহ’ত্যার প্রতিবাদে ফুলদী বাসীর পক্ষে বিক্ষোভ মিছিল
Spread the love

মোঃ মুক্তাদির হোসেন : গাজীপুরের কালীগঞ্জের বক্তাপুর ইউনিয়ন এর ফুলদী গ্রাম বাসীর পক্ষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুম্মার নামাজ এর পর ফুলদী গ্রাম বাসী ও ইমাম, মুসল্লী গনের উদ্যােগে ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় মাঠ হইতে,বাঘ পাড়া হয়ে ছৌলার মোড় হয়ে পুনরায় ফুলদী জনতা উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ মিছিল টি সমাপ্ত হয়। প্রতিবাদ সভয় : আখতাররুল ইসলাম ( লিখন) এর সভাপতিত্বে শাহিন সরকার ও জায়েদ খান এর যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন : হয়রত মাওলানা আব্দুল্লাহ, ইমাম টেক পাড়া,জামে মসজিদ, ফুলদী বক্তারপুর । হযরত মাওলানা যোবায়ের আহমেদ। সাধারন সম্পাদক বক্তারপুর ইউনিয়ন ইমাম পরিষদ, ও ইমাম ও খতিব ফুলদী বাঘ পাড়া জামে মসজিদ। মোঃ আউয়াল সরকার। সাধারণ সম্পাদক ওমর (রা:) জামে মসজিদ। মোঃ নুরুল হক খাঁন,সাধারণ সম্পাদক, জাবালে নূর কেন্দ্রীয় জামে মসজিদ ফুলদী,বক্তারপুর, কালীগঞ্জ গাজীপুর। বক্তারা বলেন, ইসরায়েল একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরীহ নারী-শিশুসহ সাধারণ জনগণের ওপর নৃশংস হামলা চালাচ্ছে। এটি মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ। তারা অবিলম্বে এই গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন। বক্তারা আরও বলেন, বিশ্বব্যাপী ইসরায়েলী পণ্য বর্জন করে তাদের অর্থনৈতিকভাবে চাপে ফেলা সময়ের দাবি। মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর উচিত এক হয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। বক্তারা ইসরায়েলী পন্য সামগ্রিই বর্জন করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, কোকা কলা, সেভেন আপ,পেপসি, ফান্টা, ইউনি লিভার এর পন্য সামগ্রিই বর্জন করতে আহবান জানান, এবং মুসলিম জাতির জন্য যুদ্ধের সময় আর্থিক সহয়তা করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন,প্রতিবাদ সভার সভাপতি আখতারুল ইসলাম ( লিখন), যার যা সামর্থ্য অনুযায়ী সহয়তা করতে অসহায় ফিলিস্তিন বাসীর জন্য আমরা আমাদের দেশ থেকে সহয়তা করার জন্য সকলে চেষ্টা করবো,বিভিন্ন মসজিদ এর ইমাম গন,সহায়তার অর্থ নিজ দায়িত্বে উঠাবেন, ,পরে আমারা বাংলাদেশ দূতাবাস এর মাধ্যমে সংগ্রহক্রীত টাকা পাঠাবো, ইনশাল্লাহ। বিক্ষোভে বিভিন্ন মহল্লা থেকে বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে মুনাজাত পরিচলন করেন : হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ মুহতামিম মধ্যে পাড়া হাফেজিয়া মাদ্রাসা, ও ইমাম ও খতিব ওমর ( রা:) জামে মসজিদ ফুলদী,বক্তারপুর, কালীগঞ্জ, দোয়ায় গাজায় নীরহ মুসলমান, শিশুদের উপর বর্বর হামলা কারিদের আল্লাহর পক্ষ থেকে বিচার প্রার্থনা করেন, ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলিম জাতির জন্য বিশেষ দেয়া করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31