চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) সুকান্ত দাস ও তিয়রবিলা পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্সসহ এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়লক্ষীপুর গ্রামের শিমুল মাস্টারের বাড়ির সামনে পাঁকা রাস্তা থেকে মোঃ আজানুর রহমান (৩২), পিতা- মোঃ আহসান হাবীব, সাং- রায়লক্ষীপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির কাছ থেকে ৪০ পিচ নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর- ১৯, তারিখ- ১০/০৪/২০২৫। মাদক একটি সমাজবিধ্বংসী ব্যাধি। ইসলামসহ সব ধর্মেই মাদক সেবন ও ব্যবসা কঠোরভাবে নিষিদ্ধ। সমাজে মাদক নির্মূলে সকলে এগিয়ে এলে একটি সুস্থ, শান্তিপূর্ণ ও মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলা সম্ভব। পুলিশ প্রশাসনের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে।