ব্যবসায়ীর অভিযোগে থানায় লিখিত অভিযোগ, জমি বিরোধের জেরে হামলার অভিযোগ ।চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম বাগানের সামনে অবস্থিত একটি ফার্নিচারের দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। দোকানটির মালিক গোবিন্দপুর এলাকার মোঃ কবির হোসেন (৩২)।জানা গেছে, মৃত ফজলুর রহমানের পুত্র মোঃ মিজানুর রহমান মুছার মালিকানাধীন জায়গায় ভাড়া নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ফার্নিচার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অভিযোগে বলা হয়েছে, গত ৯ এপ্রিল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দোকানে এসে দেখা যায়, অজ্ঞাতনামা লোকজন দোকান ঘরটি ভেঙে ফেলেছে এবং ভেতরে থাকা মালামাল লুটপাট করে নিয়ে গেছে।দোকান ভাড়াটে কবির হোসেন আলমডাঙ্গা থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেছেন, তার দোকানে থাকা মূল্যবান কাঠ ও প্রস্তুত ফার্নিচারসহ নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। লুট হওয়া মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা বলে দাবি করেন তিনি।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে ছত্রপাড়া গ্রামের মোঃ গোলাপ হোসেনের (৪৭) বিরুদ্ধে। জমির মালিক মোঃ মিজানুর রহমান মুছা বলেন, “আমার খালাতো ভাই গোলাপ হোসেনের সঙ্গে আমাদের পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। ওই জমি নিয়ে কোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও, তিনি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। তার নেতৃত্বে বুধবার সকালে একটি সন্ত্রাসী দল নিয়ে এসে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।”তিনি আরও জানান, পুরো ঘটনার ভিডিও ফুটেজ তার কাছে সংরক্ষিত রয়েছে। গোলাপ হোসেনের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে (01723728416) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।এদিকে ভুক্তভোগী কবির হোসেন বলেন, “আমি জীবিকার তাগিদে এই দোকান চালাতাম। আজ সব কিছু লুট করে নেওয়া হয়েছে। উপযুক্ত বিচার পেতে আমি থানায় অভিযোগ করেছি।” আলমডাঙ্গা থানা পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।