
মাসুদ চৌধুরী সাঈদ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মানিকগঞ্জ- ১ আসন, তথা ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, হাট বাজার এমনকি বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এ জিন্নাহ কবির। সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন তিনি। এ সময় আর উপস্থিত ছিলেন, জেলা- উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সাধারণ মানুষ তারেক রহমানের ঈদ উপহার পেয়ে খুশি হয়ে দোয়া কামনা করেন। সেই সাথে তারেক রহমান দেশে এসে জনগণের ভোট নিশ্চিত করুন সহ সাধারণ মানুষের পাশে থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।










