বন্ধ লোকাল ট্রেন চালুর দাবিতে বারহাট্টায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত
Spread the love

ওমর ফারুক আহম্মদ : বন্ধ থাকা লোকাল ট্রেন চালুর দাবিতে বারহাট্টায় মোহনগঞ্জে নেত্রকোণা মানববন্ধন, বিক্ষোভ ও প্রতীকী রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে চলাচলকারী ওই লোকাল ট্রেনটি ইঞ্জিন সংকটের অজুহাতে প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।শুক্রবার (২৮ মার্চ) দুপুরে বারহাট্টা রেলওয়ে স্টেশনে এসব কর্মসূচি পালন করা হয়। সচেতন নাগরিক সমাজ ও বারহাট্টা উন্নয়ন ফোরাম এসব কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।কর্মসূচিতে বারহাট্টা মানববন্ধনে উপস্থিত ছিলেন বারহাট্টা উন্নয়ন ফোরামের সভাপতি প্রফেসর জিয়াউর রহমান। মাওলানা রুহুল আমিন, নুরুল আমিন,হাফেজ মাওলানা আতিকুর রহমান নুরুজ্জামান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, আমরা বারবার কতৃপক্ষকে বলার পরও তারা বলছে ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) সংকট। এই সড়কে লোকাল ট্রেন টি প্রায় ১শত বছর ধরে চলছে। একটি ট্রেনের ইঞ্জিন মেরামত করতে কি চার মাস লাগে। আপনারা আমাদের কি বুঝাতে চান? ঈদের আগে যদি লোকাল ট্রেন টি চালু না করা হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বারহাট্টা রেলওয়ে স্টেশন মাস্টার মোজাম্মেল হক বলেন, লোকাল ট্রেন টির যাবতীয় বগী ধৌত করে রাখা আছে। ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় এতোদিন ট্রেন টি বন্ধ ছিলো। ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। আশা করি দ্রুত সময়ের মধ্যেই ট্রেন টি চালু হবে। লোকাল ট্রেনের যাত্রীরা টিকিট না করার কারলে কি ট্রেন বন্ধ করে রেখেছেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, না এটা সঠিক নয়। সরকার লোকাল ট্রেনের ভাড়া একদম সীমিত করে রেখেছে। এমন কিছু শুনে থাকলে এটা গুজব।বক্তারা বলেন, কোন একটা পক্ষকে লাভবান করতেই ষড়যন্ত্র করে ইঞ্জিন সংকটের বাহানায় লোকাল বন্ধ করে রাখা হয়েছে। হাওরাঞ্চলের শিক্ষার্থীরা এই চড়ে জেলা শহরে গিয়ে পড়াশোনা করে। রোগীরা সেবার জন্য শহরে যান এই । ব্যবসায়ীরা কম খরচে নিরাপদে পণ্য পরিবহন করেন, চাকরিজীবীরা নির্বিঘ্নে যাতায়ত করেন লোকাল এই । বৃটিশ আমল থেকেই এই ট্রেন সাধারণ মানুষের চলাচলের ভরসা। বন্ধ থাকায় অতিরিক্ত খরচে বাস-সিএনজিতে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। টালবাহানা বাদ দিয়ে দ্রুত টেনটি চালু করার দাবি জানান তারা। অন্যথায় এই রুটে যোগাযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31