
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দারুস সালাম ঈদগাহ ময়দানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৫টায় এই মাহফিল আয়োজন করা হয়। এতে শহীদ মোস্তাফিজুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর শফিউল আলম বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমীন। তিনি বলেন, “বাংলার জমিনে শিক্ষিত মানুষের অভাব নেই, তবে অভাব সৎ মানুষের। বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চায়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি আকরাম হোসাইন সাইরাফি, বাংলাদেশ খেলাফত মজলিসের যশোর-কুষ্টিয়া অঞ্চলের দায়িত্বশীল সিরাজুল ইসলাম, জেলা সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা জামায়াতের আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, মাওলানা জুলফিকার আলীসহ বিভিন্ন ইউনিয়ন আমীর, সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।










