
তৌহিদ : মাগুরার দূর্ঘটনা প্রবণ এলাকা বলে খ্যাত ছোট ব্রীজ নামক জায়গায় শুক্রবার ২৮ মার্চ সকালে ১.৩০ টার সময় রয়েল পরিবহনের একটি বাস ও নোহা মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শী ও মাগুরা পুলিশ জানায় সকালে রয়েল পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো তখন বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।এর ফলে মাইক্রোতে থাকা ড্রাইভার ও অপর একজন যাত্রীকে গুরুতর আহত অবস্হায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।রয়েল বাসের সামনের কাচও ভেঙ্গে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।ড্রাইভার কিছুটা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দূর্ঘটনার খবর পেয়ে মাগুরা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্হলে আসে এবং রাস্তার দুই পাশের যানজট নিরোসনে কাজ করে। এসময় রয়েল পরিবহনের বাসটিকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।










