জয়পুরহাটের পাঁচবিবিতে জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Spread the love

মোঃ আল আমিন : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর অতর্কিত হামলা, বাড়িঘর ভাঙচুর ও সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় কুসুম্বা ইউনিয়নের কুয়াতপুর গ্রামে ঈদের শুভেচ্ছা পোস্টার লাগানোকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর মোঃ আব্দুল গফুর মন্ডল ও তার নেতৃত্বাধীন সশস্ত্র সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালায়। হামলায় ছয়জন আহত হন, যাদের মধ্যে শাহ-পরান নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পাশাপাশি জামায়াত কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনার পরপরই পাঁচবিবি উপজেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ জয়পুরহাট সদর হাসপাতালে ছুটে যান এবং আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পরদিন কুসুম্বা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় দুই সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি তার বক্তব্যে বলেন এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির মাওলানা সুজাউল ইসলাম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, নায়েবে আমির আজিজুল হক ঠান্ডা, সহকারী সেক্রেটারি আবু রায়হান, তারা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি জানান।এছাড়াও কুসুম্বা ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসু মোহাম্মদ খলিলুর রহমান এবং সেক্রেটারি মোঃ ওমর ফারুক সমাবেশে বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। জামায়াতে ইসলামী পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে জামায়াত কর্মীদের ওপর এ ধরনের হামলার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও হামলাকারীদের শাস্তি নিশ্চিত না করা হলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতারা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31