সুব্রত চন্দ্র দাস : গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের করমতলা ক্রিসেন্ট কেমিক্যাল সংলগ্ন খোলা মাঠ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ তারেক রহমানের নির্দেশনায় গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক জননেতা ফজলুল হক মিলন ভাইয়ের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয় ১০০ পিস শাড়ি এবং ২০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পোলাও চাউল, চিনি, সেমাই, পাউডার দুধ, পেঁয়াজ ও আলু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন শিকদার বকুল। সভার সভাপতিত্ব করেন পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু সাঈদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির প্রভাবশালী সদস্য সাখাওয়াত হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক হাজী মনসুর আলী, ছাত্র বিষয়ক সম্পাদক ও যুবদল সভাপতি পদপ্রার্থী হাবিবুল্লাহ হাবিব, ৪১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন আনোয়ার দেওয়ান, ৪০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মশিউর আলম, পূবাইল থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আজমিন খান, পূবাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরিফ দেওয়ান।এছাড়াও উপস্থিত ছিলেন রাজীব হোসেন, সুজন দেওয়ান, সোহেল সরকার (সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদল সভাপতি পদপ্রার্থী), সুমন মিয়া, তুহিন সরকার, মুক্তার হোসেন, দেওয়ান রাজু আহমেদসহ পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও অন্যান্য নেতাকর্মীরা। বিএনপির পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।