পাবনা পশ্চিম চর সাধুপাড়াস্থ বিএনপি কর্মী ইকবাল এর বসত বাড়িতে আগুন
Spread the love

বিএনপি কর্মী ইকবাল হোসেন এর বাড়ীতে আগুন দিয়ে পুড়িয়ে দেই। আজ আনুমানিক ভোর ৩ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে,পাবনা জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আনিসুল হক বাবু সমর্থিত, সাবেক যুবদল নেতা রানা ওরফে ললে রানার নেতৃত্বে, সাধুপাড়া জুটপট্বির আলোচিত খাইরুল মার্ডারের অন্যতম আসামি যুবলীগ কর্মী মামুন সহ অসংখ্য অজ্ঞাত কতিপয় বহিরাগত সন্ত্রাসী বাহিনী,পাবনা জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মোঃ রুবেল শেখ সমর্থিত ইকবাল এর বসত বাড়িতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় বলে দাবি করবে,ক্ষতিগ্রস্ত ইকবাল। ইকবাল বলেন, গতকাল কদরের রাত থাকার কারনে নামাজের জন্য আমার স্ত্রী আমার শশুর বাড়িতে যায়, পরে রাত হয়ে যাওয়ার কারনে আমার শশুর বাড়িতে আসতে দেয়নি সেই কারনে আমিও আমার শশুর বাড়িতে রাত্রি যাপন করি। সেহরি তে উঠলে আমাকে আমার প্রতিবেশি ফোন দিয়ে বলেন, আমার বসত বাড়ি আগুনে পুড়ছে বলে হাউমাউ করে কান্না শুরু করে দেই ইকবাল। এসময় ইকাবাল কে আগুন দেওয়ার কারন জিজ্ঞাসা করলে বলেন, ললে রানা ৫ আগস্ট এর পর মন্ডল পাড়া থেকে আমাদের এলাকায় এসে,আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে, সাধারণ মানুষ কে হয়রানি, চাদাবাজি সহ সকল ধরনের অপকর্ম করে আসছিলো,যার কারনে, আমাদের এলাকার ছেলে পাবনা জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মোঃ রুবেল
শেখ তার প্রতিবাদ করে,প্রতিবাদ করায় তার আঞ্চলিক রাজনৈতিক কার্যালয়ে হামলা করেন এবং তখন একজন আহতও হয়। পরবর্তী এই অঞ্চলের সাধারণ জনগণ রুবেল শেখ এর পাশে থেকে প্রতিবাদ জানায় এবং বহিরাগতদের কঠোর হুশিয়ারি করা হয়। সেই থেকেই তারা আমাদের বিভিন্ন ভাবে হেনস্তা করছে এবং আমাকে মেরে ফেলার হুমকি প্রদান করেন যুবলীগ কর্মী মামুন,আজ আমার বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে,ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছায় হয়ে গিয়েছে,বলেও জানান ইকবাল।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31