
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউকি ইউনিয়ন শাখার উদ্যোগে কোরআন নাযিলের মাস উপলক্ষে পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৪টায় ডাউকি ইউনিয়ন আমীর সজিবুর রহমানের সভাপতিত্বে আল আমিন সোসাইটি হাফিজিয়া মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল। তিনি বলেন, “কোরআন মানব সমাজের জন্য এক আলোকবর্তিকা। কোরআনের কাছে আসলে যেমন মানুষের মর্যাদা বাড়ে, তেমনি কোনো সমাজ, রাষ্ট্র, দেশ যদি কোরআন গ্রহণ করে, তাহলে সে সমাজ, রাষ্ট্র ও দেশের মর্যাদাও বেড়ে যাবে। তাই নিজের ও সমাজের মর্যাদা বাড়াতে হলে অবশ্যই কোরআন জানা ও মানার কোনো বিকল্প নেই।”
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি ডাঃ আব্দুস সালাম, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন ও কর্মপরিষদ সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সর্বসাধারণের মাঝে পবিত্র কোরআন বিতরণ করা হয়। আয়োজকরা এসময় সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।










