
চুয়াডাঙ্গা, ২৭ মার্চ ২০২৫:কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব বাহারুল আলম, বিপিএম-এর পক্ষ থেকে ঈদ শুভে চ্ছা বার্তাসহ খাদ্য উপকরণ ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, কর্তব্যরত অবস্থায় শহীদ পুলিশ সদস্যদের পরিবারের কাছে এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার নিহত পুলিশ সদস্যদের পরিবারের খোঁজখবর নেন এবং আশ্বস্ত করেন যে জেলা পুলিশ সবসময় তাদের পাশে থাকবে। তিনি বলেন, “শহীদদের আত্মত্যাগ আমরা কখনোই ভুলবো না। তাদের পরিবারের কল্যাণে জেলা পুলিশ সবসময় আন্তরিক।”
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










