মোঃ জোবাইর : গত কয়েকদিন ধরে বারবার ডাকাতির হানায় এলাকাবাসী গ্রামের প্রতিটি পয়েন্টে চৌকি বসিয়েছে। পাড়া-মহল্লার সর্বস্তরের মানুষ পালা করে ডাকাত চৌকি দিচ্ছেন। গতরাতে চৌকি পরিদর্শন করেন এবং সর্বসাধারণ ও প্রশাসনের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর চট্টলার অন্যতম সংগঠক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের কলেজ কার্যক্রম সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশনের আহ্বায়ক ছাত্রনেতা সাখাওয়াত হোসাইন শিপন। এ সময় তিনি বলেন, "দেশের সর্বসাধারণের নিরাপত্তার জন্য এই উদ্যোগ যুগান্তকারী।" তিনি প্রশাসনকে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং অস্ত্রধারী অপরাধীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান। তিনি পুলিশকে টহল বাড়ানোর জন্য ওসির মাধ্যমে এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন মাওলানা আহমদ ছফা। তিনি বলেন, আগামীকাল শব-ই-কদর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য প্রশাসনকে আহ্বান জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন ডা. একেরামুল হক, বিশিষ্ট সমাজসেবক ও কলাতলী কলাতলী ইসলামী যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট জামাত নেতা মোহাম্মদ ইউসুফ, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম, হাবিপ্রবির শিক্ষার্থী জাসিদসহ আরও স্থানীয় জনগণ এবং নেতৃবৃন্দ