পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
Spread the love

এম জালাল উদ্দীন : পাইকগাছায় মাহে রমজানের পবিত্রতা বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে দিবসটি উপলক্ষে বুধবার প্রতুষ্যে স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পাইকগাছা পৌরসভা, থানা পুলিশ, জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আইনজীবী সমিতি, প্রেসক্লাব পাইকগাছা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোজবাড কিন্ডারগার্টেন স্কুল, বর্ণমালা স্কুল, ইউনিভার্সাল এডাস স্কুল, দি রাইজিং সান প্রি ক্যাডেট স্কুল, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি লিঃ,পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে সকাল ৯ টায় সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ, রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এবং সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, অফিসার ইনচার্জ সবজেল হোসেন, অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর আহবায়ক আসলাম পারভেজ, উপজেলা সদস্য সচিব এসএম ইমদাদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রকৌশলী শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার, মোঃ ইব্রাহিম গাজী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান,সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, প্রধান শিক্ষক আব্দুল ওহাব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31