পঞ্চগড় ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত 
Spread the love

মোঃ খাদেমুল ইসলাম : পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে তেঁতুলিয়া, বোদা, আটোয়ারি, দেবীগঞ্জ  পঞ্চগড় সদর   সহ ৫ টি  উপজেলায়  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে । দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জেলা কালেক্টরেট চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। পাশাপাশি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানা ভবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেছে স্ব স্ব প্রতিষ্ঠান। এদিকে, দিবসের শুরুতে জেলা কালেক্টরেট চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জেলা প্রশাসক সাবেত আলী ও পরে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।  পরে সিভিল সার্জন, জেলা পরিষদের প্রশাসক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক,  সামাজিক, সাংস্কৃতিক, সেচ্ছাসেবী সংগঠন, জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষজন শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে জেলা স্টেডিয়ামে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর পরপরই বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। যেখানে হাজারো শিক্ষার্থী সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সাধারণ মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।  দিবসটি উপলক্ষে কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে সরকারি অডিটোরিয়াম হলরুমে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে সুবিধাজনক সময়ে জেলা শহরের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের উপর প্রমানচিত্র প্রদর্শন, ধর্মীয় উপাসনালয়ে দেশ ও জাতির কল্যাণ কামণায় প্রার্থনা, জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ ও হাসপাতাল, সরকারি শিশু পরিবার, জেলা কারাগার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ইফতার বিতরণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31