
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৪টায় কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারী ইউনিয়ন শাখার আমির মাওলানা আবু বকর সিদ্দিক (বাবলু)। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিয়ন শাখার সেক্রেটারি জনাব আলতাফ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক ও নাকদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব দারুস সালাম, জেলা প্রশিক্ষণ সম্পাদক জনাব আলতাফ হোসেন, জেলা কর্ম পরিষদ সম্পাদক কাইয়ুম উদ্দিন হিরক, জেলা পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা শাখার আমির প্রভাষক মুন্সি শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, সহকারী সেক্রেটারি বিলাল হুসাইন ও তরিকুল ইসলাম, অফিস সম্পাদক রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে কুমারী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সেলিম হোসেন, সেক্রেটারি রাশেদ মামুন, শ্রমিক বিভাগের সভাপতি ফরজ আলী, সেক্রেটারি মহির উদ্দীন, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা তাজ মিজানুর রহমান, প্রশিক্ষণ বিভাগের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহসহ ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুমারী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আনারুল ইসলাম।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, “একমাত্র কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করা হলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।” তারা ইসলামী মূল্যবোধ অনুসারে জীবন গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করা হয়।










