তৌহিদ : এএফসি কাপ ফুটবলে বাংলাদেশ ভারত কেউ হারেনি।গোল শুন্য ড্র নিয়েই মাঠ ছাড়লো দুই দল। মঙ্গলবার ২৫ মার্চ সন্ধ্যায় ভারতের মাটিতে খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়।৯০ মিনিটের খেলায় প্রথম ৪৫ মিনিট বাংলাদেশ ভালো খেললেও দ্বিতীয় অর্ধে অথ্যাৎ শেষ ৪৫ মিনিটের বেশির ভাগ সময় বল ছিলো ভারতীয় খেলোয়াড়দের পায়ে। তবে আজকের খেলায় হামজা থাকার কারনে বাংলাদেশের সমর্থকরা জয়ের ব্যাপারে খুব আশাবাদী ছিলো।তবে যে যাই বলুক যেহেতু ফুটবল গোলের খেলা তাই শেষ পর্যন্ত কেউ গোল করতে না পারায় উভয় দলকে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।