মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জের ভোলাটে জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪মার্চ)ভোলাহাট উপজেলার জামায়াতের কলেজ মোড়স্থ নিজস্ব কার্যলয়ে বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ভোলাহাট উপজেলা জামায়াতে আমির ইসলামীর আমির মাওলানা শামসুজ্জামান আলকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়তের নায়েবে আমির ও সাবেক এমপি লতিফুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল হকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ গোলাম কবির গোলাপ, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি ক্বারী মাওলানা মোঃ আলাউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক ভাই চেয়ারম্যান ডাঃ মোঃ লোকমান আলী, বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও সুশীল সমাজের উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।