চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের পাঁচলিয়া গ্রামে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ (সোমবার) বিকেল ৫টায় বিল পাঁচলিয়া ঈদগাহ ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম। তিনি বলেন, "ইসলামী আন্দোলন করা ফরজ। এই কাজে যারা শরিক হবে, আল্লাহ তাদের পুরস্কৃত করবেন। আর যারা শরিক হতে পারবে না, আল্লাহ তাদের অন্তরের খবর জানেন। কিন্তু যারা বিরোধিতা করবে, তারা মুসলমান ব্যক্তি হতে পারবে না।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি শরিফুল ইসলাম, নায়েবে আমীর রফিকুল ইসলাম, সহ-সেক্রেটারি মাওলানা নূর ইসলাম, প্রচার সম্পাদক নাসির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি শামীম হোসেন। মাহফিলে নেতাকর্মীদের উপস্থিতিতে রমজানের গুরুত্ব, ইসলামী আন্দোলন ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত সবাই ইফতার করেন।