চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ইকোপার্ক মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বাদ আছর কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মিলিমা ইসলাম বিশ্বাসের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামজামি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি মিয়া। এতে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালেক, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আরঙ্গজেব বেল্টু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মো. মমিনুল ইসলাম মুকুল বিশ্বাস, মহিলা নেত্রী সেলিনা বেগম, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেনসহ দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। এছাড়া, অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার উদীয়মান তরুণ নেতা ওয়ালিয়ুর ইসলাম আলো, জামজামি ইউনিয়নের ইউপি সদস্য মো. আরিফুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আ: গফুর, আমিনুল ইসলাম মন্টু, ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি হাসিবুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মাহফিলে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করেন। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।