এইচ এম এরশাদ : কুয়েত, ২৪ মার্চ ২০২৫: কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সফল অভিযানে ৫ লাখ কুয়েতি দিনার মূল্যের মাদকদ্রব্য চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। দেশটির কোস্ট গার্ডের তৎপরতায় তিনজন ইরানি নাগরিককে আটক করা হয়েছে, যারা ১২৫ কিলোগ্রাম হাশিশ, নয়টি হাশিশ স্টিক, আটটি লিরিকা স্ট্রিপ এবং পাঁচ ব্যাগ ক্যাপ্টাগন বড়ি নিয়ে কুয়েতের জলসীমায় প্রবেশের চেষ্টা করছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ ও নিরাপত্তা মিডিয়া বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, উন্নত রাডার প্রযুক্তির মাধ্যমে সন্দেহজনক একটি নৌযান শনাক্ত করা হয় এবং সেটিকে নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে, কোস্ট গার্ডের টহল দল দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে নৌযানটি কুয়েতের জলসীমায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আটক করে। অভিযানে তিনজন ইরানি নাগরিককে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, মন্ত্রণালয় আরও জোর দিয়ে বলেছে যে, কুয়েতের কোস্ট গার্ড দেশটির জলসীমা সুরক্ষিত রাখতে সর্বদা প্রস্তুত এবং যে কোনো ধরনের চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে।