
ফিতরা বা সদাকাতুল ফিতর একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যা ঈদের নামাজের আগে আদায় করা কর্তব্য। (সুনান আবু দাউদ, হাদীস নং: ১৬০৯)।
আবু সাঈদ খুদরি (রা.) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ফিতরের দিন এক সা (আনুমানিক ৩ কেজি ৩০০ গ্রাম) খাদ্য দিয়ে ফিতরা আদায় করতাম। তিনি বলেন, আমাদের খাদ্য ছিল: যব, কিশমিশ, পনির ও খেজুর। (সহীহ বুখারি, হাদীস নং: ১৫১০)।
আসমা বিনতু আবু বকর (রা.) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে দুই মুদ্দ (১ কেজি ৬৫০ গ্রাম) গম দ্বারা ফিতরা আদায় করতাম। (মুসনাদ আহমাদ, হাদীস নং: ২৬৯৩৬)।
বিশিষ্ট তাবিয়ি আবু ইসহাক (রাহ.), যিনি অনেক সাহাবিকে দেখেছেন, তিনি বলেন, আমি তাঁদেরকে, অর্থাৎ সাহাবিদের দেখেছি, তাঁরা ফিতরার ক্ষেত্রে খাদ্যের মূল্য হিসেবে দিরহাম দিতেন। (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদীস নং: ১০৪৭১)।
এই তিনটি বর্ণনা থেকে আমরা জানতে পারছি, সাহাবিগণ (রা.) পাঁচ প্রকার খাবার দিয়ে ফিতরা আদায় করতেন। তাঁদের অনেকে খাবারের মূল্যও দিতেন। আমাদের দেশে কিছুদিন যাবৎ এই বিতর্ক ও বক্তব্য প্রচার করা হচ্ছে যে, মূল্য দ্বারা কোনোভাবেই ফিতরা আদায় হবে না। খাবারই দিতে হবে। এই বক্তব্য ও বিতর্ক অনাকাঙ্ক্ষিত। (বড় জোর উত্তম-অনুত্তম নিয়ে আলোচনা হতে পারে।) আলেমদের কাজ অনর্থক বিতর্ক তৈরি করা নয়। বরং স্থিতিশীলতা তৈরি করা তাঁদের দায়িত্ব।










