রাসেদ বিল্লাহ চিশতী : নোয়াখালী পদুয়া দায়রা শরীফে গাউসুল আজম জামে মসজিদের উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২৪ মার্চ) সোমবার ২৩ রমজান কবির হাট উপজেলার পদুয়া দায়রা শরীফে সৈয়দ আবদুল মোক্তাদের হোসাইনী সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও করিমেরনেছা সাহেবানি এতিমখানা মাদ্রাসার উদ্যেগে পবিত্র ইফতার ও কেয়ামুল লাইল মাহফিলে মিলাদ কেয়াম ও মুনাজাত ছদারত করেন শাহ মোহায়মেন কমপ্লেক্সের চেয়ারম্যান ও পদুয়া দায়রা শরীফের গদিনীশিন পির আওলাদে রাসুল (সাঃ) শাহ সুফি সৈয়দ আবদুল মোদাচ্ছের হোসাইনী মাসুক চিশতী (মাঃ) সাহেব। উপস্থিত ছিলেন লক্ষিপুর খালেকগন্জ সূফী রওশন আলী আলিম মাদ্রাসার সুপার মাওলানা শামসুদ্দোহা চিশতি, শাহ মোহায়মেন কমপ্লেক্সের সহ সভাপতি জিএম শহিদুল্লাহসহ অনেকে। রাত ১১ টায় কেয়ামুল লাইল মাহফিল শুরু হয়ে রাত ৩টায় দোয়া ও মুনাজাত শেষে পুনরায় তোবারক বিতরণ করা হয়েছে।