
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই বি ডব্লিউ এফ) আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় হ্যামলেট রেস্তোরাঁয় এ মাহফিলের আয়োজন করা হয়।
আলমডাঙ্গা উপজেলা আই বি ডব্লিউ এফ-এর সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আই বি ডব্লিউ এফ-এর সভাপতি ও দামুড়হুদা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাদের বলেন, “রাসুল (সা.) এর হাদিস অনুসারে, কিয়ামতের দিন সৎ ব্যবসায়ীগণ নবী-রাসূল ও শহীদদের কাতারে থাকবেন। আল্লাহ আমাদের সেই সৎ ব্যবসায়ীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আই বি ডব্লিউ এফ-এর সহ-সভাপতি মাহবুব আশিক শফি, জেলা সাধারণ সম্পাদক আবু উবাইদা, আলমডাঙ্গা উপজেলা আই বি ডব্লিউ এফ-এর প্রধান উপদেষ্টা শফিউল আলম বকুল, উপজেলা উপদেষ্টা মামুন রেজা, পৌর উপদেষ্টা মুসলিম উদ্দিন, পৌর সভাপতি গোলাম রহমান বাবলু, উপজেলা সেক্রেটারি রাজুর আহমেদ, আলমডাঙ্গা বণিক সমিতির সেক্রেটারি আব্দুল আল মামুন, গার্মেন্টস মালিক সমিতির সভাপতি বাবলু মিয়া ও সেক্রেটারি রনি আহমেদ।
এছাড়াও বিশিষ্ট সার ব্যবসায়ী আব্দুল বারী, হার্ডওয়্যার ব্যবসায়ী সোহাগ আলী, আলমডাঙ্গা বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম লিটনসহ প্রায় শতাধিক বিশিষ্ট ব্যবসায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলটি সঞ্চালনা করেন উপজেলা সহ-সভাপতি হারুন অর রশিদ।










