
২৪ মার্চ ২০২৫: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে আজ দুপুর ১২টায় আলমডাঙ্গা কেন্দ্রীয় শহিদ মিনারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনের শুরুতেই সংগঠনের সহকারী মুখপাত্র মোঃ সাদী হাসান উপজেলা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এরপর সংগঠনের বিভিন্ন কর্মসূচি ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন মুখপাত্র তাসনীম ফাতেমা রজনী, মুখ্য সংগঠক রাকিবুল ইসলাম ইমন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শাকিব মাহমুদ সৈকত, সদস্য সচিব মো. আরাফাত রহমান ও আহ্বায়ক রাকিব মাহমুদ।
সংগঠনের আহ্বায়ক রাকিব মাহমুদ বলেন, “জুলাই অভ্যুত্থানের স্পৃহা ধারণ করে আলমডাঙ্গায় নিপীড়িত ও মজলুমদের পাশে দাঁড়াবে আমাদের কমিটি। জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ ও অধিকার আদায়ে আমরা কাজ করব। শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, খেলাধুলা এবং নারী-শিশু উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রাখতে চাই।”
সদস্য সচিব মো. আরাফাত রহমান বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সমাজের সকল শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবে। আমরা প্রতিটি মহল্লায় সুস্থ ধারার খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে এবং স্বেচ্ছাসেবার মাধ্যমে জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর।”
সংবাদ সম্মেলনের শেষে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।










