
তরিকুল ইসলাম : ১ নং জলমা ইউনিয়নের শৈলমারি ব্রিজের উত্তর পাশে আল আফওয়া চার্জিং পয়েন্টর, ইজিবাইক মালিক ফরিদ উদ্দিন এর একটি ইজিবাই ১৯/০৩/২৫তারিখ সকালে তার ড্রাইভার নাজমুল হোসেন ভাড়া হিসেবে সকাল আটটায় বের করে নিয়ে যায়। পরবর্তীতে রাত একটা পর্যন্ত চার্জিং পয়েন্টে ফিরে না আসায়। ইজিবাইক মালিক ফোন করতে থাকে। কিন্তু তাকে ফোনে না পাওয়ায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরবর্তীতে সকাল দশটার সময়, থানায় এসে ইজিবাইক মালিক একটি অভিযোগ দায়ের করেন। বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোস্তফা খাইরুল বাশার অত্যন্ত গুরুত্ব সাথে বিষয়টি নিয়ে তদন্তভার থানার চৌকস অফিসার, এস আই কৌশিকের উপর দায়িত্ব দেন। অভিযোগের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে,চুরি হওয়া ইজিবাইক টি খুলনা জেলার পাইকগাছা থানা থেকে উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত ইজিবাইকটি, মালিকের কাছে হস্তান্তর করেন।










