চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির কামনায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ ২০২৫) গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই আয়োজন করেন মিলিমা ইসলাম বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরহাদ হোসেন। উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালেক, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আরঙ্গজেব বেল্টু, মো. মমিনুল ইসলাম মুকুল বিশ্বাস (সাবেক যুব বিষয়ক সম্পাদক, চুয়াডাঙ্গা জেলা বিএনপি), মহিলা নেত্রী সেলিনা বেগম, মোহাম্মদ আলমগীর হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দল), বিএনপি নেতা শাহিন, আশরাফুল, মোহাম্মদ নিজাম, মিজানুর, জাহিদ হাসান কালু, লিখন, মালেক, আবু, পৌর যুবদলের ১নং সদস্য স্কয়ার বিশ্বাস, জেলা ছাত্রদলের সদস্য খালিদ হাসান, তারেক জিয়া প্রজন্মের যুগ্ম আহ্বায়ক (জেলা কমিটি, চুয়াডাঙ্গা) রাকিব হাসান, সুমন ইসলাম (সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল, চুয়াডাঙ্গা), মোহাম্মদ সৌদি, মো. ঝন্টু, রুবেল, মো. রানা, জুয়েল, রিপন, শরিফ হোসেন, কামরুজ্জামান বকুল, ইলিয়াস, মোবারক, মিঠু ডাক্তার, রকিবুল ইসলাম খান (টিচার), জর্জ, আসাদুল ইসলাম, মামুন রানা, জায়দুল, আমজাদ, ঝন্টু, চান্দু, ইখলাস কনক, সাইদুর, রেজাউল, আলম, মিলন, আজম, ঠান্ডু, বকুল, বশির, ছাত্তার, বুলবুল, আরিফ মেম্বার, হাসিবুল, মাসুম, খালেক, মহিন, কাবিল, রেন্টু, সবেদ, ইয়াকুব আলী, বিল্লাল, মহর উদ্দিন, শাহিন, মিন্টু, পল্টু খালেক, আক্কাস, জহুরুল, রকিবুল, তারিখ, আহাদ, উজির, জিম, শাজাহান, রশিদ, শাহাদাত, রুনা রোহিতসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। প্রধান অতিথি মিলিমা ইসলাম বিশ্বাস। বলেন "চুয়াডাঙ্গায় বিএনপির মূলধারা আমার বাবার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে। আমি ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এখন যারা এসে বড় বড় কথা বলছেন, তাদের বলব—চাঁদাবাজি, দখলদারি, ছিনতাই, গাছ কাটা ছেড়ে দিন, আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।