গাজীপুর, ২৩ মার্চ ২০২৫: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), গাজীপুর জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সবুজ, প্রকৌশলী নেতা ইঞ্জিনিয়ার নিয়াজ আহমেদ ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মজিবর রহমান কাজল, ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান মুন্না, জেলা ড্যাব নেতা ডা. কামরুল ইসলাম, ডা. এনামুল হক, কৃষিবিদ নেতা ড. মুকুল, মহানগর জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মাফিকুর রহমান, যুবদলের মহানগর সদস্যসচিব মাহমুদ হাসান রাজু, কৃষক দলের সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম ও সিটি কলেজের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয়তাবাদী কর্মচারীরাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পৃথক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।