
মোঃ রমজান হোসেন : নওগাঁ থেকে চুরি হওয়া ১৩ টি গরু সহ একজনকে আটক জেলা পুলিশ। গত ১৪ মার্চ ২০২৫ খ্রি. আনুমানিক রাত ১১:০০ থেকে ০৩:০০ ঘটিকার মধ্যে আত্রাই থানাধীন নৈদিঘী গ্রামের জনৈক মোঃ মোরশেদ আলী শেখ এর বাড়ীর গোয়ালঘর হতে ৮টি গরু চুরি হয়।
উক্ত ঘটনার পর থেকেই নওগাঁ জেলার একধিক বিশেষ পুলিশ টিম কাজ করে যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২২/০৩/২০২৫ খ্রি. আসামী মোঃ ছোটন প্রামানিক(২৭)কে আত্রাই থানা পুলিশ গ্রেফতার করেন। উক্ত আসামী অত্র মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। উক্ত আসামীর স্বীকারোক্তির ভিত্তিতে আত্রাই থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে জনৈক মোঃ আঃ গফুর শাহ(৪০) এর গোয়ালঘর হতে ১৩ টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। যার মধ্যে আত্রাই থেকে চুরি হওয়া ৫টি গরু রয়েছে। মোঃ আঃ গফুর শাহ বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে প্রাথমিকভাবে জানা যায়। উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। নওগাঁ জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ ছোটন প্রামানিক(২৭) এর বিরুদ্ধে ইতোপূর্বে নওগাঁ জেলার আত্রাই থানায় একটি চুরি মামলা রয়েছে।










