নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের মমিনপুরে মানুষ মানুষের জন্য সংগঠনের উদ্যোগে রবিবার সকালে সাংবাদিক এমরান হোসেন সোহাগ এর নিজ বাড়ি সংলগ্ন মাঠে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এমরান হোসেন সোহাগ, সহ সভাপতি মনির হোসেন বাবুল, সাধারন সম্পাদক শাওন মুন্সী, প্রচার সম্পাদক মাসুদ আলী মীর, মাওলানা ইমাম হোসেন। আরো উপস্থিত চিলেন মানুষ মানুষের জন্য সংগঠনের সদস্য বিন্দু মনির হোসেন,জিসান আহম্মেদ, আহাদ চৌধুরী, সাকিল হোসেন,জিহাদ মির্জা,রিজবী আহম্মেদ,আহম্মেদ রনি,রোমান হোসাইন, রবিউল আহম্মেদ,সহেল হোসেন,তারেক ভইয়া,প্রতিষ্ঠাতা সভাপতি এমরান হোসেন সোহাগ বলেন, চাটখিল-রামগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে ২০২৪ সালে মানুষ মানুষের জন্য সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু একটি চক্র নিজেদের স্বার্থে রাজনৈতিক তকমা লাগিয়ে সংগঠনের সুনাম নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আগামীতে আরও ব্যাপকভাবে মানুষের পাশে দাঁড়াবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।