
নীলফামারী জেলার জলঢাকায় উপজেলায়, আমরা করবো জয়, জাগছে তরুন গড়বে দেশ,এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের জলঢাকার এসএসসি মেধা অন্বেষণ পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুয়েট, রুয়েট, মেডিকেল, ঢাবি, ডিসিইউ,বেগম রোকেয়া , রংপুর কারমাইকেল, হাজী দানেশ ও পলিটেকনিক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তত্বাবধায়নে গঠিত “তারুণ্যের জলঢাকা” এসএসসি মেধা অন্বেষণ ২০২৫ অনুষ্ঠিত হয়। জলঢাকা সরকারি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রেসক্লাব সাধারন সম্পাদক প্রকৌশলী শাহজাহান কবির লেলিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি ছিলেন -থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ ও ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন। আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন,তোমরা পড়াশোনা করতে এসে সেই সময়কে কাজে লাগিয়ে নিজেদের স্থান তৈরী করো,কেউ বাল্যবিবাহ করবা না,কেউ জোর করে বাল্যবিবাহ দিতে চাইলে আমার নাম্বারে ফোন দিবা আমি সাথে সাথে প্রতিহত করবো।বেকার ছেলেকে বিবাহ করবা না কারন বিবাহ হলে অনেক দায়িত্ববান হতে হয় ছেলেদের তাই ব্যবসায়ী, চাকুরীজীবী ছেলে দেখে বিবাহ করবা তাহলে সমাজে তালাকের প্রচলন কম হবে।তিনি আরো বলেন দেশে ধর্ষনের উৎপাত বেড়ে চলেছে তাই তোমরা সবাই চোখ কানে খোলা রেখে চলবা। আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন, ইকবাল জিয়াদ, ফরহাদ হোসেন দূর্জয়, তানভীর সালেহীন ফাহিম, নুর নিরব,আবু আমির, প্রিতম পারভেজ, হিমান সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুবাইয়াত ইসলাম। এছাড়া আয়োজন সফল করতে সহযোগীতা করেন জাওয়াদ, নিশাদ, শাওন, সানজেদা পিংকি, পবিত্র, ইউনুস, লায়েম, জিওন সহ আরো অনেকে।কলেজ হলরুমে তারুণ্যের এসএসসি মেধা অন্বেষণে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে মেধা অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।










