
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা ৪ নং জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন (সাবেক) প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ মার্চ) বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলহাজ্ব আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ শিল্প ও বানিজ্য বিষয়ক সহ- সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি।সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, সাবেক সভাপতি জামবাড়িয়া ইউনিয়ন বিএনপি চেয়ারম্যান জমবাড়িয়া ইউনিয়ন পরিষদ।আরও উপস্থিত ছিলেন দুই বারের সফল চেয়ারম্যান প্রভাষক মোঃ আনোয়ারুল ইসলাম। বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। স্থানীয় বিএনপি নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।










