বাংলাদেশ খেলাফত মজলিস মাগুরা জেলার পৌর শাখার আয়োজনে ঈমানদীপ্ত গাজওয়ায়ে বদর ও যাকাতের গুরুত্ব - তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত । শনিবার ২২ মার্চ মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে দুপুর ২.৩০ টার সময় এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানে মাগুরা জেলা খেলাফত মজলিস এর বায়তুলমাল সম্পাদক আলমগীর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল মুফতি এবিএম মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ হাবিবুর রহমান, খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মাওলানা শামসুজ্জামান, খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মনিরুজ্জামান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ ফয়জুল ইসলাম। অনুষ্ঠানটি দুপুর ২.৩০ থেকে শুরু হয়ে বাদ আসরে শেষ হয়। বক্তারা বাংলাদেশে খেলাফত প্রতিষ্টার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।এছাড়া প্রধান অতিথি ইসলাম প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।