আলমডাঙ্গা নাগরিক কমিটির উদ্যোগে পৌরসভার গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বাদ আছর আলমডাঙ্গা দারুস সালাম ময়দানে এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আলমডাঙ্গার নাগরিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও তারা এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য সচিব হাবিবুল করিম চনচল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান শাবু, সহঃ অধ্যাপক মিজানুর রহমান মিজা, এমদাদ হোসেন, বিএনপি উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, দারুস সালাম ঈদগাহ কমিটির সম্পাদক আব্দুস সাত্তার তরফদার, কলেজপাড়া কল্যাণ কমিটির সভাপতি মতিয়ার রহমান, সরকারি কলেজের সহঃ অধ্যাপক মোনায়েম হোসেন, শেখ শফিউজ্জামান, ড. মো. মহবুব হোসেন, সাইদুর রহমান লিটন, আমিরুল ইসলাম জয়, আব্দুল মালেক, আবু সাঈদ, রাজিউজ্জামান রাজ, এমএস জোহা কলেজের সহঃ অধ্যাপক হারুনুর রশীদ, মহিলা কলেজের হায়দার আলী, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সম্পাদক কামরুল ইসলাম রনি, মুদি ও মনোহরী ব্যবসায়ী সমিতির সম্পাদক মো. আলাউদ্দিন, সরকারি হাইস্কুলের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিক, আনোয়ারুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও আমেরিকা প্রবাসী জগলুল আরেফিন টফি, ইতালি প্রতিনিধি আব্দুল্লাহ টিপু সুলতান, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সম্পাদক মিনহাজ উদ্দীন, মফিজ উদ্দিন, ঈদ্রিস আলী এবং ৮৩ থেকে ২০০০ সালের এসএসসি বন্ধু ব্যাচের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তারা এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখবেন।