
এইচ এম এরশাদ : জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, পবিত্র রমজান মাসের তৃতীয় জুমার নামাজে প্রায় ৮০ হাজার ফিলিস্তিনি মুসল্লি আল-আকসা মসজিদে নামাজ আদায় করেছেন। যদিও প্রবল বৃষ্টি ও প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া ছিল, তবে তা মুসল্লিদের উপস্থিতি কমাতে পারেনি। ওয়াকফ বিভাগ আরও জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী নির্দিষ্ট বয়সসীমার ফিলিস্তিনিদেরই কেবল জেরুজালেমে প্রবেশ ও নামাজ আদায়ের অনুমতি দিয়েছে, তাও বিশেষ অনুমতিপত্রের (পারমিট) শর্তে। মুসল্লিদের শহরে প্রবেশের জন্য দুটি প্রধান চেকপয়েন্ট, উত্তর জেরুজালেমের কালান্দিয়া ও দক্ষিণ জেরুজালেমের ৩০০ নম্বর চেকপয়েন্ট নির্ধারণ করা হয়েছিল। তবে এসব চেকপয়েন্টে কঠোর সামরিক বিধিনিষেধ আরোপ করা হয়। এদিকে, জেরুজালেমের প্রাদেশিক প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি পুলিশ প্রায় ৩,০০০ নিরাপত্তা সদস্য মোতায়েন করে, বিশেষ করে পুরনো শহর এবং আল-আকসা মসজিদের চারপাশে। অনেক মুসল্লিকে বাধা দিয়ে নামাজে অংশ নিতে বাধাগ্রস্ত করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।










