
চুয়াডাঙ্গার জীবননগর, ২১ মার্চ: গাজায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার উদ্যোগে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর জীবননগর গোল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল পূর্ব জমায়েতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন বলেন বিশ্ববাসীর চোখের সামনে আবারও ইসরায়েল তার বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে শত শত নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষকে হত্যা করেছে দখলদার ইহুদিবাদী শক্তি। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা ও বিক্ষোভ এই সন্ত্রাসী রাষ্ট্রকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনের নিরীহ মানুষদের ওপর যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। মুসলিম উম্মাহকে এক হয়ে এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ জানান এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।










