মোঃ রনি রজব : ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলা করে শিশু হত্যা ও নারী পুরুষকে হত্যার প্রতিবাদে শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর গোমস্তাপুর উপজেলার রহনপুরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলোনি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন, রহনপুর পুরাতন জামে মসজিদের ইমাম মুফতি মনিরুজ্জামান, মন্ডল টাইলস মসজিদের ইমাম নজরুল ইসলাম, শিবির নেতা মোত্তাকিম, হিজবুল্লা,মাওলানা শাহজালাল, তৌহিদবিন মুফাজল,প্রমুখ। বক্তারা বলেন জাতিসংঘকে ইজরায়েলদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, ফিলিস্তানের মুসলমানদের জন্য অর্থ সংগ্রহ করে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে ইজরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সমস্ত মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান। সভা শেষে গাজায় নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।