জাবির আহম্মেদ জিহাদ : পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যাএবং ভারতীয় সরকারের পৃষ্ঠপোষকতায় মুসলিম নির্যাতনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা*সংগ্রামী তাওহীদি জনতা একটি বিশাল বিক্ষোভ মিছিল ইসলামপুরের এসএনসি কলেজ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সমাবেশের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইসলামপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আহসান উল্লাহ। বক্তব্য রাখেন চিনাডুলী ফাজিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম খলিল এবং ওলামা মাশায়েখ ইসলামপুর উপজেলা সভাপতি মাওলানা আতিকুর রহমান। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যক্ষভাবে দায়ী। তারা দাবি করেন, বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিন ও ভারতের মুসলিমদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এসময় তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং মুসলিম উম্মাহকে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।