
তৌহিদ : কিশোরগঞ্জের বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামের লিংকনের ১৯ মাস বয়সী শিশু আরাফাের জীবন কেড়ে নিলো ক্ষুদার্ত শিয়াল। অভিভাবকদের অবহলার কারনে জীবন দিতে হলো ছোট্ট এই শিশু আরাফকে। জানা যায় বুধবার ১৯ মার্চ সন্ধ্যায় শিশু আরাফ বাড়িতে সবার সাথে ইফতার খেতে ব্যস্ত ছিলো। কোন এক সময় সবার অলক্ষ্যে আরাফ হাটিহাটি পাপা করে বাড়ির উঠানে চলে আসে। এসৃয় বাড়ির লোকেরা অন্যান্য কাছে ব্যস্ত থাকায় তারা আরাফকে দেখতে পায়না।এমন সময় বাড়ির পাশে আগে থেকে ওত পেতে থাকা একটি শেয়াল অন্ধকারে শিশু আরাফের উপর ঝাপিয়ে পড়ে আরাফের গলাশ কামড় দিয়ে আারফকে টেনে হেছড়ে জঙ্গলে নিয়ে যায়। বাড়ির লোকেদের ব্যস্ততা কমলে সবাই আরাফকে খোজাখুজি করতে থাকে।অবচেষে এক ঘন্টা পর আরাফের নীথর দেহ মশালের আলোতে জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়। পরে শিশুটিকে স্হানীয় ফার্মেসীতে নিয়ে গেলে ফার্মেসী মালিক শিশুটিকে মৃত বলে ঘোষনা করে। বর্তমানে শিশু আরাফের বাড়িতে শোকের ছায়া বিরাজ করছে। এলাকাবাসী বলেন আমাদের যতো কাজই থাকুক শিশুদেরকে আমাদের নাগালের মধ্যে রাখতে হবে।










