
আবুল কালাম আজাদ : ময়মনসিংহের ফুলপুরে তিনটি নকল স্যালাইন ও খাবার ট্যাং তৈরি কারখানায় যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় বিপুল পরিমাণ স্যালাইন-ট্যাং ও বিভিন্ন ভেজাল খাদ্য পানীয় তৈরির বিভিন্ন উপকরণ জব্দ ও পরে সেগুলো ধ্বংস করা হয়। এ ঘটনায় একটি অবৈধ কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ ২৫) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার আনোয়ারখিলা ও গোদারিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক জানান এক ব্যাগ স্যালাইন মিশিয়ে তিন ব্যাগ বানিয়ে বিক্রি করতেন তারা তিনি জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে প্রথমে উপজেলার আনোয়ারখিলা এলাকার একটি অবৈধ কারখানায় অভিযান চালানো হয়। এ সময় নকল ও অবৈধভাবে স্যালাইন উৎপাদনের অপরাধে কারখানার মালিক খসরু তালুকদারকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। এরপর গোদারিয়া এলাকায় আরও দুটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে পাওয়া যায় বিপুল পরিমাণ নকল স্যালাইন, ট্যাং ও বিভিন্ন ভেজাল খাদ্য ও পানীয় তৈরির উপকরণ। পরে সেগুলো জব্দ করে ধ্বংস করা হয়। একইসঙ্গে কারখানাগুলো সিলগালাও করা হয়।










