মোঃ রনি রজব : ব্যুরো প্রধান ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিফ ২০২৪-২০২৫ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তার প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল দশটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিসাত৷ আনজুম অনন্যা বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্র।এ সময় উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, গনি উল হক, রইস উদ্দিন, আল ফুয়াদ, আব্দুর রাকিব প্রমুখ। উল্লেখ যে প্রতিজন কৃষক এক বিঘা জমিত ৫ কেজি মুগ বীজ,১০কেজি ডিএপি সার,৫ কেজি এমওপি সার, ১০ জন কৃষক গ্রুপ করে মোট ১১৫ জন কৃষকদের মাঝে বিতরন করা হয়।