
চুয়াডাঙ্গা জেলার চিৎলা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী জি এ সাংগঠনিক থানার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বাদ আসর থেকে ইউনিয়ন আমীর হাফেজ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং টিম সদস্য আবু বকরের পরিচালনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, “আগামী দিন কুরআনের দিন। যারা কুরআনের সাথে আছে, তাদের সাথে থেকে কুরআন প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করা আমাদের দায়িত্ব।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, জি এ সাংগঠনিক থানার আমীর আব্বাস উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর আমীর এডভোকেট হাসিবুল ইসলাম, সেক্রেটারি কামরুল হাসান সোহেল, কর্মপরিষদ সদস্য জহুরুল ইসলাম, আব্দুল মালেকসহ আরও অনেক নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চুয়াডাঙ্গা জেলা অর্থ সম্পাদক বায়জিদ, জি এ সাংগঠনিক থানা সভাপতি রাব্বি হাসান, পৌর সভাপতি আবু রায়হান, কলেজ সভাপতি পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা ইসলামের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।










