আলমডাঙ্গায় মার্সেল কোম্পানির ফ্রিজ কিনে ১০ লক্ষ টাকা পুরস্কার পেলেন কুষ্টিয়ার মিঠুন আহমেদ। গতকাল (২০ মার্চ) বিকেল ৩টায় আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা মঞ্চে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিজয়ীর হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন মার্সেল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, চিত্রনায়ক আমিন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্সেল কোম্পানির সেলস হেড মতিউর রহমান, এরিয়া ম্যানেজার রুবেল আহমেদ, আলমডাঙ্গা সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন এবং এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামিমসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, আলমডাঙ্গার পশুহাট রোডে অবস্থিত মামুন এন্টারপ্রাইজের মার্সেল শোরুম থেকে মিঠুন আহমেদ একটি ফ্রিজ কিনেছিলেন। ডিজিটাল কন্টেইন সিজন-২২-এর ঈদ বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে সারাদেশে একমাত্র মামুন এন্টারপ্রাইজকেই এই বিশেষ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
মামুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফারুক আহমেদ জানান, ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে তিনি দীর্ঘ ১৫ বছর ধরে গ্রাহকদের সেবা দিয়ে আসছেন এবং নানা পুরস্কার প্রদান করেছেন। গত বছর তার প্রতিষ্ঠান থেকে ১ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয়েছিল, আর এবার ১০ লক্ষ টাকা জিতেছেন মিঠুন আহমেদ।
পুরস্কার গ্রহণের পর মিঠুন আহমেদ বলেন, "এটা আমার জন্য দারুণ সৌভাগ্যের বিষয়। মার্সেল কোম্পানি ও মামুন এন্টারপ্রাইজকে ধন্যবাদ জানাই।"
এই আয়োজন আলমডাঙ্গা অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে, এবং স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন এটি ভবিষ্যতে আরও বেশি ক্রেতাকে আকৃষ্ট করবে।