চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
প্রথম ঘটনায়, আলমডাঙ্গা থানায় দায়ের করা চুরি মামলার (এফআইআর নং- ৬, তারিখ- ০৭ মার্চ ২০২৫) তদন্তের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার খানখানাপুর বাজার সংলগ্ন এলাকার হৃদয় মনি ঋষি (২০) কে গ্রেফতার করা হয়। তার বাবার নাম বসুদবে ঋষি এবং মায়ের নাম ফুল মতি ঋষি।
অন্যদিকে, আলমডাঙ্গা থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলায় (মামলা নং-২০, তারিখ- ২৯ জানুয়ারি ২০২৫) জড়িত আসামি মো. সিয়াম খান (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার হারদি (খালপাড়া ডিসমোড়) এলাকার বাসিন্দা। তার বাবা মৃত শাহজাদা খান ও মা মোছা. নাসরিন খানম।
গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার ওসি মো. মাসুদুর রহমান। তিনি আরও জানান, থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।