জাবির আহম্মেদ জিহাদ : ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এতদিন কুকুর কামড়ানোর ভ্যাক্সিন ও গর্ভবতী মহিলাদের প্রয়োজনীয় ভ্যাক্সিন সরবরাহ না থাকায় অসহায় ও দরিদ্র রোগীদের বাইরে থেকে চড়া দামে কিনতে হতো। এই সমস্যার সমাধানে এগিয়ে এলো উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার( ২০ মার্চ) ইসলামপুর সদর হাসপাতালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে জলাতঙ্ক ও গর্ভবতী মহিলাদের প্রয়োজনীয় ভ্যাক্সিন প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তৌহিদুর রহমান আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন হস্তান্তর করেন। এই উদ্যোগের ফলে দরিদ্র রোগীরা এখন থেকে বিনামূল্যে এই ভ্যাক্সিনগুলো পাবেন, যা তাদের আর্থিক চাপ কমাবে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তৌহিদুর রহমান বলেন, "অসহায় রোগীদের কথা বিবেচনা করে আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য হলো, কোনো রোগী যেন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। হাসপাতালের কর্মকর্তারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "উপজেলা প্রশাসনের এই সহযোগিতায় দরিদ্র রোগীদের জন্য চিকিৎসা সেবা আরও সহজলভ্য হবে।