
শুভ্র মজুমদার, কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২০ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৭টায় চালবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী আলুবোঝাই আরেকটি ট্রাকের সাথে হাতিয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে চালবোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আহত হন আরও দুইজন। ঘটনার পর যমুনা সেতু পূর্ব থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। নিহত ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার কারণ ও দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে। এই দুর্ঘটনায় এলাকায় যানজটের সৃষ্টি হয়, যা পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নিয়ন্ত্রণে আনা হয়।










