নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে শামা ওবায়েদ ইসলাম রিংকুর
Spread the love

মোঃ ইলিয়াছ খান : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আগামী নির্বাচন নিয়ে যে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে তা মোকাবিলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারী সরকারের পতন হলেও এখনও দেশদ্রোহীরা দেশে ঘাপটি মেরে লুকিয়ে আছে৷’ বুধবার (১৯ মার্চ) ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ইফতার পূর্ববর্তী সভায় শামা ওবায়েদ বলেন, ‘খুনি হাসিনা পালিয়ে গেলেও বিএনপির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের উদ্দেশ্য এখনও পূরণ হয়নি। বিএনপির আন্দোলন-সংগ্রাম তখনই সফল হবে, যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে৷ জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মীকে আগামী নির্বাচনের জন্য সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে বিএনপির জয় অবশ্যম্ভাবী। তিনি বলেন, ‘১৭ বছর ধরে খুনি হাসিনার শাসনামলে বিএনপির ওপরে নির্যাতন চালিয়ে ইফতার মাহফিলও পালন করতে দেওয়া হয়নি৷ কিন্তু এখন আমাদের সময় এসেছে ইফতারের মতো ধর্মীয় অনুষ্ঠান পালনের মাধ্যমে জনগণের সঙ্গে মিলিত হওয়ার। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এখন আইনের শাসন নাই, এখনো নারীরা নিরাপদ নয়, চুরি ডাকাতি হচ্ছে। এখন অর্থনীতির অবস্থা ভালো না, সিন্ডিকেটের জন্য এখনো জিনিসপত্রের দাম কমতেছে না। সুতরাং আপনার যত তারাতাড়ি সম্ভব একটি নির্বাচনের ব্যবস্থা করেন। এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চোর, দূর্নীতি মুক্ত একটি সংসদ হবে। বিএনপি নেতা হাজী সোবহানের সভাপতিত্বে  ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, শিক্ষক নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা: এজাজ, শাহিন মাতুব্বর, বিএনপি নেতা ডা: কামরুল হাসান মজনু, মুরাদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত, মিরান হোসেন, ইয়াছিন মোল্যা,কালাম মাতুব্বর, শাফিকুল, হাবিব মাতুব্বর, ছাত্র দল নেতা রাজ মিয়া,শ্রমিকদল নেতা কালাম বিশ্বাস, সেচ্ছাসেবক দলনেতা ইসরাইল মাতুব্বর, আকুব্বর মাতুব্বর প্রমূখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31