
চুয়াডাঙ্গার সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির আয়োজনে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বাদ আছর ভান্ডারদাহ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, মো. সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. শরিফুল আলম বিলাস, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোমিনুর রহমান মোমিনসহ দলীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকরামুল হক ইকরা, জেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাজিবর রহমান, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। দোয়া পরিচালনা করেন জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান। এ সময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।










