আলমডাঙ্গা মাইক্রোবাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯শে মার্চ, বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা শহীদ মিনার মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আনিচুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঞ্জু আহম্মেদ, রানা হোসেন, তরিকুল ইসলাম, সবুজ আহমেদ, তুষার আলী, মসলেম উদ্দিন, শরিফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতি আনিচুর রহমান বলেন, "রমজান আমাদের আত্মশুদ্ধির মাস। এই মাসে শ্রমিকদের কল্যাণে আমাদের আরও বেশি আন্তরিক হতে হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমাদের সংগঠন সর্বদা কাজ করে যাবে।" বিশেষ অতিথির বক্তব্যে রঞ্জু আহম্মেদ বলেন, "শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। তাদের কল্যাণে সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।" ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।