
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার বিশেষ অভিযানে চুরি সংক্রান্ত তিনটি মামলার মোট নয়জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চোর চক্রের সক্রিয় সদস্যদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ মার্চের মামলা (নং-১০, ধারা ৩৭৯ পেনাল কোড) সংশ্লিষ্ট তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মো. আনোয়ার হোসেন (৫০), মো. মেহেদী হাসান (৩৭) ও মো. দুলাল হোসেন (৩০)। তাদের বাড়ি আলমডাঙ্গার কালিদাসপুর এলাকায়। এছাড়া, ৭ মার্চের মামলা (নং-৬, ধারা ৩৭৯) সংক্রান্ত অভিযানে গ্রেফতার হন মো. রনি আলী (২৩), মো. লালন শেখ (২৬) ও মো. তপু রায়হান (৩০)। এদের বাড়ি আনন্দধাম ও গোবিন্দপুর হরিতলা গ্রামে। অন্যদিকে, ১৭ মার্চের মামলা (নং-০৯, ধারা ৩৭৯) তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় মো. মামুন হোসেন (২৭), মো. হাসিবুল হোসেন (৪৫) ও মো. আরাফাত হোসেন (১৯)। এদের মধ্যে দুইজনের বাড়ি আসাননগরে এবং একজন ফরদিপুর দোহারপাড়ায়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চুরি-ডাকাতির অভিযোগ ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি বলেন, “চুরি-ডাকাতি দমনে আমাদের বিশেষ অভিযান চলবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়দের মধ্যে পুলিশি অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। তারা আশা করছেন, পুলিশের এ ধরনের তৎপরতায় এলাকায় চুরি-ডাকাতি কমে আসবে।










